জেলার শিবগঞ্জে সমাজভিক্তিক শিশু সুরক্ষা কমিটি-সিবিসিপিসি সদস্যদের দুর্যোগ প্রস্তুতি ও সাড়া প্রদানে শিশু সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। শনিবার উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে ও ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় চর পাঁকা সর্দারপাড়া এলাকায় এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, সাবেক ইউপি সদস্য তরিকুল ইসলাম ও সিবিসিপিসির সদস্যসহ সমাজকর্মীরা।