1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
ময়মনসিংহে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

ময়মনসিংহে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সফিউল্লাহ আনসারী-ভালুকা
  • আপডেট টাইম : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪১ বার পঠিত

ময়মনসিংহে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ টাউনহল অডিটোরিয়াম চত্বরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা হয়েছে। ময়মনসিংহ (দঃ) জেলা জাসাস এ বর্ণাঢ্য র‌্যালীর আয়োজন করে। জাসাসের সদস্য সচিব জাকির হোসেন রোকন বলেছেন, গত ১৫বছর সংস্কৃতি কর্মীরা নির্বিঘ্ন তাদের সাংস্কৃতিক চর্চ্চা করতে পারে নাই। ফ্যাসিবাদী সরকার সব কিছু নিজেদের মতো জিম্মি করে রেখেছিল। সেই আগ্রাসী শক্তির ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগন সচেতন করতে সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ করে রাজপথে সোচ্চার থাকতে হবে। তিনি বলেন,আমাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতির বিকাশ ঘটাতে সাংস্কৃতিক আগ্রাসন প্রতিরোধ করতে হবে জরুরী। নিজ দেশের সংস্কৃতি রক্ষায় আমদানী নির্ভরতা বন্ধ করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংস্কৃতি কর্মীদের ঐক্যবদ্ধ করার প্রয়াসে জাসাসের সৃষ্টি করেছিলেন। শহীদ জিয়ার স্বপ্নকে বাস্তবে রুপ দিতে সারা দেশে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে জাসাসের কর্মীরা। তিনি বলেন, আগামী দিনে দেশের মানুষকে ভোটাধিকারসহ ফিরিয়ে দেয়াসহ দেশের মালিকদের মালিকানা বুঝিয়ে দিতে ৩১দফা কর্মসুচী ঘোষনা করেছেন। সেই ৩১দফাকে জনগনের মাঝে ছড়িয়ে দিয়ে জনমত গঠন করতে জাসাসের প্রতিটি কর্মীকে নিজ নিজ এলাকায় মানুষের মাঝে প্রচারে নামতে হবে। জাকির হোসেন রোকন শুক্রবার বিকেলে ময়মনসিংহ টাউনহল অডিটোরিয়াম চত্বরে জাসাসের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালী উদ্বোধন কালে উপরোক্ত কথা বলেন। জেলা জাসাসের আহ্বায়ক থন্দকার মহিউদ্দিন আহম্মেদ মঈনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন। জেলা জাসাসের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বিরুল ইসলাম সাব্বিরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল আমিন খসরু,সদস্য সচিব সোহেল খান,মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহবুব, জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক সিহাব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, মহানগর জাসাসের সভাপতি সাইফুল ইসলাম রতন, সাধারন সম্পাদক তারেক সালাউদ্দিন, জেলা (উঃ) সভাপতি শফিকুল ইসলাম, সাধারন সম্পাদক তালহা জুবায়ের, জেলা জাসাসের সদস্য রফিকুল ইসলাম, মাসুদ ফকির, আহসান হাবিব রিপন প্রমুখ উপস্থিত ছিলেন। রোকন বলেন, তারেক রহমানের সার্বিক দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছে জাসাসের প্রতিটি শাখা। জাসাসকে আরো বেগবান করে প্রতিটি শাখাকে গতিশীল করতে হবে।সারা দেশে জাসাস বিস্তৃতি করার মাধ্যমে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। জেলা বিএনপির সদস্য সচিব রোকনুজ্জামান সরকার রোকন বলেন, দেশের প্রতিটি অঞ্চলে জাসাসকে ছড়িয়ে দিয়ে প্রতিভা গুলোকে তুলে আনতে হবে।জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন তার বাস্তবে রুপ দিতে প্রতিটি নেতা-কর্মীকে ভুমিকা রাখতে হবে।পরে প্রতিষ্ঠা বার্ষিকীর র‌্যালী নগরীর টাউন হল থেকে বের হয়ে বিএনপি কার্যালয় চত্বরে এসে শেষ হয়।রাতে রেলওয়ে চত্বরে ফুটপাতে থাকা দরিদ্র অসহায় ছিন্নমুল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করেন জাসাসের নেতাকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!