শেরপুরের সদর উপজেলায় বাস-সিএনজিচালিত অটোরিকশা সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন। রোববার বেলা সাড়ে ১১টায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কের ভাতশালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রিফাত পরিবহন নামের একটি বাসের সঙ্গে যাত্রীবাহী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময়ের ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এছাড়া দুইজন গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছেছেন সদর থানা পুলিশ সদস্যরা। শেরপুর সদর থানার ওসি জুবায়ের আলম জানান, রৌমারি থেকে ঢাকাগামী রিফাত পরিবহণ নামে একটি বাসের সঙ্গে শেরপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় অটোরিকশার চালকসহ অপর চার যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। নিহতদের মধ্যে অটোরিকশাচালক হলেন লোকমান। তার বাড়ি শেরপুর সদরের ভাতশালাতে।