চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খাজা বাবা ঢাকা কোচ টার্মিনাল এর শুভ উদ্বোধন করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য অধ্যাপক লতিফুর রহমান। রবিবার কোচ টার্মিনাল চত্বরে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা সড়ক পরিবহন ও ট্রাক, লরি পরিবহন সমিতির সভাপতি সাইদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারেক আহমেদ, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের জ্যেষ্ঠ প্রভাষক ড. মিজানুর রহমান, রহনপুর পৌরসভা সাবেক কাউন্সিলর আশরাফুল হক, জেলা সড়ক পরিবহন ও ট্রাক, লরি মালিক গ্রুপের সাধারণ সম্পাদক খালিদুজ্জামান শামীম ও রহনপুর পুনর্ভবা মহানন্দা আইডিয়াল কলেজের সহকারি অধ্যাপক তরিকুল ইসলাম বকুল। বক্তব্য রাখেন, সাথী এন্টারপ্রাইজের প্রোপাইটার মুখলেসুর রহমান, গ্রামীণ ট্রাভেলসের ম্যানেজিং ডিরেক্টর মোঃ রাকিব, জেলা সড়ক পরিবহন ও ট্রাক, লরি কাভার ভ্যান সমিতির সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনারসহ অন্যরা। আলোচনা সভা শেষে ফিতা কেটে টার্মিলারে শুভ উদ্বোধন করেন অতিথিরা।