নড়াইলে সময় টিভির সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব (৩৮)-কে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে এ হামলার ঘটনা ঘটে। সৈয়দ সজিবুর রহমান সজিব লোহাগড়া উপজেলার যোগিয়া গ্রামের মৃত হান্নান আলীর ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব মোটরসাইকেল যোগে লোহাগড়ার নিজ বাড়ি থেকে নড়াইলের দিকে আসছিলেন। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। এসময় স্থানীয়রা ও পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আহত সাংবাদিক সৈয়দ সজিবুর রহমান সজিব বলেন, মোটরসাইকেল যোগে লোহাগড়া থেকে নড়াইলের উদ্দেশে আসতেছিলাম। পথিমধ্যে নড়াইল শেখ রাসেল সেতুর উপরে পৌঁছালে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা আমাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। নড়াইল সদর থানার ওসি মো. সাজেদুল ইসলাম বলেন, ঘটনাটি শোনামাত্র আমি হাসপাতালে গিয়েছিলাম। সাংবাদিক সজীবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।