রাজশাহীতে ইউসেপ মোমেনা বখশ স্কুলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। ৩১ ডিসেম্বর (মঙ্গলবার) ইউসেপ মোমেনা বখ্শ টেকনিক্যাল স্কুল হড়গ্রাম রাজশাহীর আয়োজনে সহ শিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে ‘আন্তঃ ক্লাস ফুটবল টুর্নামেন্ট’ এর খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুপরেখা ডিজিটাল আর্ট এন্ড সাইন এর স্বত্বাধিকারী মোঃ ইব্রাহিম হয়দার। তিনি বলেন, ‘ক্রীড়া শক্তি ক্রিড়াই বল’ শরীরকে ফিট রাখতে খেলাধুলার প্রয়োজন এবং পরিবেশ রক্ষায় গাছ লাগানো প্রয়োজন বলে সকল শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি এসব খেলাধুলার সাথে যুক্ত থাকারও আহবান জানান তিনি।
খেলা শেষে প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল কামাল এর সভাপতিত্বে বিজয়ী ও রানার্স আপ দলের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জামিলুর রহমান, গোলাম সারওয়ার এ আলম, মোঃ রেজাউল করিম, মোঃ মাসুদ রানা, মোসাঃ রাজিয়া সুলতানা, কে এম শফিকুল ইসলাম,
মোসাঃ এ্যানোফা খাতুন। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক মোঃ রাকিব উদ্দীন। ফাইনাল খেলায় নিজ নিজ গ্রুপে বিজয়ী হয় ৬ষ্ঠ ও ৯ম শ্রেনী। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথিসহ ইউসেপ মোমেনা বখ্শ টেকনিক্যাল স্কুলের শিক্ষকগণ। ফুটবল টুর্নামেন্ট খেলায় দুই গ্রুপে ১৩টি দল অংশ নেয়।