এসএসসি ১৯৮৮ সাল ব্যাচের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত সারাবাংলা ৮৮ ফাউন্ডেশনের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (০১ জানুয়ারী) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা বাস টার্মিনাল এলাকায় এই কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারাবাংলা ৮৮ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্যানেলের সমন্বয়কারী কামরুল হাসান জুয়েল, আমিনুল হক আবির, এনটিভি’র স্টাফ করেসপন্ডেন্ট সিনিয়র সাংবাদিক শহীদুল হুদা অলক, গ্রীনভিউ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রোখসানা আহমদ, সমাজকর্মী নাইমুল হক, শরিফুল ইসলাম শরিফ, মনোয়ার হোসেন মিন্টু, তাসির হোসেন, আশিকুর রহমান, মুন্না, শওকাত হোসেন, ইমতিয়াজ হোসেন, কলেজ শিক্ষক সারোয়ার হোসেন, সাইফুল ইসলাম তনু প্রমুখ। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ শহরের ১০০ জন শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।