নতুন বছরে লক্ষ্য জয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করল অনলাইন ‘প্রতিদিনের চাঁপাই’। ‘সত্যের সন্ধানে সবসময়’ স্লোগানে বুধবার (১ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবে আয়োজিত অনলাইন পত্রিকাটির উদ্বোধনী অনুষ্ঠানে কেক কেটে পত্রিকাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আফতাবুজ্জামান আল ইমরান, অনলাইন ‘প্রতিদিনের চাঁপাই’ এর প্রকাশক সাংবাদিক মোঃ হারুন অর রশিদ ও সম্পাদক মোহাঃ শরিফুল ইসলাম শিমুল।
পত্রিকাটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে বক্তারা বলেন, পত্রিকা হচ্ছে একটি সমাজের প্রতিচ্ছবি। তাই যে কোনো পত্রিকার বৈশিষ্ট্য হবে বস্তুনিষ্ট, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সংবাদ পরিবেশন করা। যারা সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত তাদের মধ্যে থাকতে হবে ঐক্য। খবরে এমন সব লিখনী ও বিষয়বস্তু উপস্থাপন করতে হবে, যা দিয়ে সমাজের অবহেলিত মানুষের কথা উঠে আসবে। অপসাংবাদিকতা রোধ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনায় ‘প্রতিদিনের চাঁপাই, অনলাইন পত্রিকাটি অগ্রণী ভূমিকা পালন করবে। শেষে প্রধান অতিথি হিসাবে কেক কেটে পত্রিকাটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় উপস্থিত ছিলেন-যমুনা টিভি ও যুগান্তর পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি মনোয়ার হোসেন জুয়েল, ৭১ টিভি ও সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি একেএস রোকন, বিজয় টিভির জেলা প্রতিনিধি নাদিম হোসেন, শিবগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুন অর রশিদ, ইত্তেফাকের উপজেলা প্রতিনিধি সফিকুল ইসলাম, মানব জমিনের উপজেলা প্রতিনিধি ইমরান আলী, শিবগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক হারুন অর রশিদ টুকু, শিবগঞ্জ গৌড় প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক রায়হান আলি, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপুসহ জেলা ও উপজেলার বিভিন্ন অনলাইন, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেনি-পেশার মানুষ।