‘গৌরব, ঐতিহ্য, আত্মত্যাগ ও অগ্রযাত্রা’ শ্লোগানে দীর্ঘ ১৫ বছর পর পুলিশি বাঁধা ছাড়াই বর্ণাঢ্য র্যালী ও যাকজমকভাবে মিছিল এবং সমাবেশের মধ্য দিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্র দল। বুধবার (১ জানুয়ারী) বেলা ১১টায় শহরের পাঠানপাড়া মোড়স্থ দলীয় কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ শেষে হাজারো নেতা-কর্মীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মোঃ মিম ফজলে আজিমের সঞ্চালনায় আলোচনা সভা র্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চাঁপাইনবাবগঞ্জ সদর-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোঃ হারুনুর রশীদ।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক দলের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ তসিকুল ইসলাম তসি, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, জেলা যুবদলের আহবায়ক মোঃ তবিউল ইসলাম তারিফ, ছত্রদলের সাবেক সভাপতি মোঃ সারোয়ার জাহান, ছাত্র নেতা মোঃ ওমর ফারুক রানা, মোঃ সাদমান সাকিব লিপু, মোবারক, আসগরসহ ছাত্র দলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এসময় নেতারা দলকে সুসংগঠিত করার পাশাপাশি আগামীতে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।