চাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়েছে এবং শুরু হয়েছে প্রাথমিক ও মাধ্যমিকের নতুন শ্রেণীর পাঠদান কার্যক্রম। বছরের প্রথম দিনেই পাঠদান শুরু হয় বিদ্যালয়গুলোতে। তবে প্রয়োজনীয় সংখ্যক বই পায়নি শিক্ষার্থীরা। এবার বই উৎসব না হলেও কোথাও আনুষ্ঠানিক, আবার কোথাও অনানুষ্ঠানিকভাবে নতুন বই বিতরণ ও বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেছের আলী জানিয়েছেন, প্রাথমিকে এ বছর বইয়ের চাহিদা প্রায় ৯ লাখ। এরই মধ্যে চাহিদার ৮০ শতাংশ বই পাওয়া গেছে। উপজেলাগুলোতে পৌঁছে গেছে ৭ লাখের মতো বই। তবে চতুর্থ ও পঞ্চম শ্রেণীর বই আসেনি। এগুলো এ সপ্তাহের মধ্যেই হাতে পাবেন শিক্ষার্থীরা। অন্যদিকে, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন জানান, মাত্র ৩ দশমিক ১০ শতাংশ নতুন বই নিয়ে মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় নতুন বছরের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে। জেলায় মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসায় এবার বইয়ের চাহিদা ২৯ লাখ ৫৬ হাজার ৭৬৭ টি। এর বিপরীতে পাওয়া গেছে মাত্র ৯১ হাজার ৭৫৯ টি বই। তবে সমস্যার সমাধান হয়ে যাবে অল্প সময়ের মধ্যে বলেও জানান তিনি।