নাটোরের বড়াইগ্রামের বনপাড়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি. এর ৬০ বছর পূর্তি ‘হীরক জয়ন্তী’ পালিত হয়েছে। “বিশ্বাস, একতা ও সমৃদ্ধির সোপানে” এই প্রতিপাদ্যে উত্তরবঙ্গের অন্যতম বৃহৎ সমবায় প্রতিষ্ঠানের ‘হীরক জয়ন্তী’ বুধবার উপজেলার বনপাড়াস্থ গীর্জা মাঠে বেলুন উড়িয়ে ও কবুতর অবমুক্ত করে হীরক জয়ন্তী উৎসবের উদ্বোধন করেন প্রধান অতিথি রাজশাহী ক্যাথলিক খ্রিস্টান ধর্মপ্রদেশের বিশপ জের্ভাস রোজারিও, ডিডি, এসটিডি। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় সমবায় অধিদপ্তরের যুগ্ম নিবন্ধক মোখলেছুর রহমান, বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরৗেস, জেলা সমবায় কর্মকর্তা হোসেন শহী, উপজেলা সমবায় কর্মকর্তা আমজাদ হোসেন, বনপাড়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার দিলীপ এস কস্তা, ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যান বাবলু রেনাতোস কোড়াইয়া, ভাইস চেয়ারম্যান সেন্টু পল কস্তা, প্রধান নির্বাহী কর্মকর্তা পরিমল গমেজসহ অন্যান্য অতিথিবৃন্দ। পরে আলোচনা সভায় বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা। হীরক জয়ন্তী উপলক্ষে ১৯৬৪ সাল থেকে ২০২৪ সাল সুদীর্ঘ ৬০ বছর পর্যন্ত ক্রেডিট ইউনিয়নের অবদান রাখার জন্য প্রয়াত ও সাবেক এবং বর্তমান সমবায় নেতাদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এছাড়াও হীরক জয়ন্তী স্মরণিকার মোড়ক উন্মোচন, ঐতিহ্যবাহী বৈঠকি গান, জুবিলী কুপন ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হীরক জয়ন্তী উৎসবে ক্রেডিট ইউনিয়নের সদস্যসহ তাদের পরিবারের ৪ সহস্রাধিক সদস্য অংশ নেন।