গোদাগাড়ীতে উপবৃত্তি বাস্তবায়ন ও মনিটরিং সম্পর্কিত প্রশিক্ষণ হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস গোদাগাড়ী রাজশাহীর সহযোগিতায় ও সমন্বিত উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ঢাকার আয়োজনে অনুষ্ঠানটি পরিচালিত হয়। বৃহস্পতিবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল হায়াতের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রাজশাহী টুকটুক তালুকদার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, জেলা শিক্ষা অফিসার রাজশাহী মো: আব্দুল আজিজ সরদার, গবেষণা কর্মকর্তা দিসিইউ, এসইডিপি, শিক্ষা ভবন, ঢাকা আমিনা পারভীন প্রমূখ। এসময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।