1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪ ॥ আহত ২১ - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:১৭ পূর্বাহ্ন

এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪ ॥ আহত ২১

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত

এক্সপ্রেসওয়েতে পৃথক দুর্ঘটনায় নিহত ৪ ॥ আহত ২১

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জে পৃথক দুটি দুর্ঘটনায় চার জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২১ জন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এই দুর্ঘটনাগুলো ঘটে। হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী বলেন, শুক্রবার ভোর ৫টার দিকে এক্সপ্রেসওয়ের শ্রীনগরে হাসাড়ায় ঢাকামুখী লেনে সামনে থাকা একটি যানের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে বাসের চালক-হেলপার নিহত ও অপর পাঁচজন আহত হন। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে দাঁড়িয়ে থাকা কভার্ডভ্যানের পেছনে ধাক্কা দেয় আব্দুল্লাহ পরিবহনের একটি বাস। এতে বাসটি দুমড়েমুচড়ে হেলপারসহ দুইজন নিহত ও ১৬ জন আহত হন। নিহতরা হলেন, বাসের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের মো. জীবন এবং যাত্রী সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা মো. রায়হান। তাদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে বলেও জানান ওসি। তিনি আরও জানান, রাতের দুর্ঘটনার পর কভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে তবে চালক পালিয়ে গেছে। ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ৫৫ কিলোমিটার দীর্ঘ দেশের প্রথম এক্সপ্রেসওয়েটি যেন দুর্ঘটনার ‘হটস্পটে’ পরিণত হয়েছে।
গত ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ছয় জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন। মুন্সীগঞ্জ সড়ক বিভাগের তথ্যমতে, এই এক্সপ্রেসওয়েতে ২০২২ সালের জুন থেকে এ পর্যন্ত ৯৯০টি দুর্ঘটনায় ১৪০ জন নিহত ও এক হাজার ৪৪৫ জন আহত হয়েছেন। জেলার হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ বলছে, এক বছরে এক্সপ্রেসওয়েটিতে ৬৮টি দুর্ঘটনায় ৩৯ জনের মৃত্যু হয়েছে; আহতের সংখ্যা দেড় শতাধিক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!