নেত্রকোনার বারহাট্টা উপজেলায় গোয়াল ঘরে আগুন লেগে দুই ভাইয়ের ১০টি গরু পুড়ে দগ্ধ হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকা ক্ষতি হয়েছে। রোববার গভীর রাতে উপজেলা সদর ইউনিয়নের বড়ী গ্রামে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী দুই কৃষক, বড়ী গ্রামের ফজলুর রহমানের ছেলে সোহেল মিয়া ও শাহীন মিয়া। তারা দুই ভাই এক গোয়ালে মিলেমিশে গরুগুলো লালন পালন করে আসছিলো। হঠাৎ আগুন লেগে তাদের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। বড়ী গ্রামের এস এম সায়েম কাদের পরাগ বলেন, আমরা আগুন লাগার খবর শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি, ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাহিরে চলে যায়। এরপরও আমরা সবাই চেষ্টা করে ফজরের আযানের সাথে সাথে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গেছে। গোয়ালে ১০টি গরু ছিলো ৪টি গরু রাতেই মারা গেছে। বাকী গরু গুলোর অবস্থাও ভাল না। বারহাট্টা উপজেলা প্রাণী সম্পদ অফিসের উপ-সহকারী ডা. মোশারফ হোসেন বলেন, জীবিত ৬টি গরুর মধ্যে ৫টি গরু আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। চিকিৎসার কোন ঘাটতি নেই। বারহাট্টা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান বলেন, আগুন লাগার ঘটনাটি শুনেছি। শুনেছি ১০টি গরু পুড়ে গেছে। বিষয়টি দেখে সহযোগিতার ব্যবস্থা করা হবে।