1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
দুর্নীতি ও অতীতের ভুলনীতির জন্য মূল্য দিতে হচ্ছে-অর্থ উপদেষ্টা - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই/ সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চালাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জয়নুল আবদিনের সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা শিবগঞ্জে ছাত্রদল নেতা মতিউর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল-রিজভী ফারিয়া’র কমিটি গঠন ॥ সভাপতি শফিক রহমান-সম্পাদক সরদার কামাল গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গোমস্তাপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ পাবনায় এনজিও’র ফটোসেশন ॥ বাছুর না দিয়ে হাতে খিচুড়ির প্যাকেট বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম গ্রেফতার

দুর্নীতি ও অতীতের ভুলনীতির জন্য মূল্য দিতে হচ্ছে-অর্থ উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ৩২ বার পঠিত

দুর্নীতি ও অতীতের ভুলনীতির জন্য মূল্য দিতে হচ্ছে-অর্থ উপদেষ্টা

দুর্নীতি ও অন্যান্য বিষয়ের পাশাপাশি অতীতে অনেক ভুল নীতি গ্রহণ করা হয়েছিল এবং এর জন্য আমাদেরকে মূল্য দিতে হচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। রবিবার (৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ‘বাংলাদেশ-সৌদি আরব অর্থনৈতিক এনগেজমেন্ট’ শীর্ষক একটি প্রতিবেদনের প্রকাশনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। অর্থ উপদেষ্টা বলেন, ‘এখন ভর্তুকি, সস্তা অর্থ এবং কম সুদের দিন শেষ। এগুলো প্রতিযোগিমূলক অর্থনীতির চিহ্ন নয়। আমরা আর কতদিন শিশু থাকবো। তৈরি পোশাক শিল্প ১৯৮০-এর দশকে চালু হয়েছে এবং ৪৫ বছর পরেও এটি শিশু অবস্থায় রয়েছে। তিনি বলেন, বিভিন্ন উৎস থেকে অর্থ সংগ্রহ করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে আমরা ১৬০ কোটি ডলার পেয়েছি এবং অল্প দিনের মধ্যে আরও ৭০ কোটি ডলার পাবো। সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘তবে অর্থ সংগ্রহ করা বড় বিষয় নয়। বড় বিষয় হচ্ছে কোথায় অর্থ ব্যয় হচ্ছে এবং কীভাবে অর্থ পরিশোধ করা হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের জন্য সহায়তা বা অনুদান বড় বিষয় নয়, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ব্যবসা। সৌদি আরবের সঙ্গে আমাদের ২০০ কোটি ডলারের বাণিজ্য আছে এবং এটি বৃদ্ধির সুযোগ আছে বলে তিনি জানান।
তিনি বলেন, ‘সৌদি কোম্পানি আরামকো বাংলাদেশে এসেছিল, কিন্তু তাকে স্বাগত জানানো হয়নি। একই কথা সত্যি স্যামসাং-এর ক্ষেত্রেও। তারা এসেছিল, তাদেরকেও স্বাগত জানানো হয়নি। তারা ভিয়েতনামে চলে গিয়েছিল। পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন অনুষ্ঠানে বলেন, ‘আমাদের দেশে অর্থনৈতিক সুযোগ আকৃষ্ট করার জন্য অনেক কিছু করতে হবে। এই বাস্তবতা আমাদের মেনে নিতে হবে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছি যে, আমাদের দেশ সবচেয়ে ভালো বিনিয়োগবান্ধব, কিন্তু প্রকৃতপক্ষে এটি সবসময় সত্যি নয়। বর্তমান সরকার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করছে এবং বিনিয়োগকারীদের জন্য আমরা ব্যবসা সহজ করার ব্যবস্থা নিচ্ছি। এখন যদি সৌদি বিনিয়োগকারীরা আসেন তবে ভালো একটি পরিবেশ দেখতে পাবেন বলে তিনি জানান। সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আলদুহাইলান বলেন, ‘আরামকো ২০১৬ থেকে ২০১৮ পর্যন্ত উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল নিয়ে তিনবার বাংলাদেশে এসেছিল, কিন্তু তাদেরকে কেউ অভ্যর্থনা জানায়নি। কিন্তু আমরা অতীত নিয়ে কথা বলবো না। আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো।’
পৃথিবীর সবচেয়ে বড় তেল কোম্পানি আরামকো বাংলাদেশে আসতে আগ্রহী। তারা বঙ্গোপসাগরে একটি তেল শোধনাগার স্থাপন করতে চায়। যদি এখানে একটি তেল শোধনাগার থাকে এবং তেলজাতীয় পণ্য উৎপাদন করে— তবে সেখান থেকে বাংলাদেশ ও এই অঞ্চলে পণ্য সরবরাহ করতে পারবে। যদি আমরা চিটাগাং থেকে জেদ্দা বা দাম্মামের মধ্যে একটি সুমদ্রপথ তৈরি করতে পারি, তবে সেটি বাংলাদেশ ও এই অঞ্চলে বড় ধরনের পরিবর্তন আনবে। এই তেল শোধনাগারের পণ্য চীন, ভারত ও প্রতিবেশী দেশগুলোতে পাঠানো সম্ভব বলে তিনি জানান।
আমাদের কিছু সফলতার গল্প আছে। আমাদের আন্তর্জাতিক কোম্পানি রেড সী পতেঙ্গা টার্মিনাল অপারেট করছে এবং তারা মাতারবাড়ি গভীর সুমদ্র বন্দরে কাজ করতে চায় বলে জানান সৌদি আরবের রাষ্ট্রদূত।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!