জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান প্রধান অতিথির বক্তৃতায় বলেছেন, বাংলাদেশকে জুলুম অত্যাচারের হাত থেকে রক্ষা করতে হলে ইসলামী রাষ্ট্র লাগবে। রহনপুর আহমদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে তিনি এ কথা বলেন। জামায়াতে ইসলামী গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌর শাখার উদ্যোগে সোমবার (৬ জানুয়ারী) বিকেলে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন গোমস্তাপুর উপজেলা আমীর মোহাম্মদ ইমামুল হুদা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি পদপ্রার্থী ডাঃ মিজানুর রহমান। বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবুজার গিফারী, অধ্যাপক আবু বকর, অধ্যাপক ইয়াহিয়া খালেদ, ডাক্তার মুহাঃ শহীদুল্লাহ, গোলাম কবির, অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, অধ্যাপক শাহ আলম প্রমূখ। মিজানুর রহমান বলেন, দলের পরিবর্তন হয়েছে, নেতার পরিবর্তন হয়েছে। কিন্তু বাংলাদেশের তেমন কোন পরিবর্তন হয় নাই। তিনি আরো বলেন, আমি বলেছিলাম যতদিন ইসলামী রাষ্ট্র না হবে, ততদিন বাংলাদেশের দুঃখ এটা দূর হবে না। প্রধানমন্ত্রী পলাতক প্রধানমন্ত্রী উনি একজন বলছেন যে আমার একটা প্রিয়ন আছে অফিস এই পিয়নটার মাসে কত কোটি টাকা চিন্তা করেন মন্ত্রী দেখলাম ৭৩ টা লাগবে, এতগুলা বাড়ি তো এই চোর আর ডাকাতদের, বিচার হওয়া ছাড়া এদেরকে বাংলাদেশে নির্বাচন করতে দেওয়া উচিত নয়। আমাদের বক্তব্য স্পষ্ট, মানুষকে হত্যা করেছে, জেলে দিয়েছে তারা। লোকেরা পাইলো সোনার খনি আর আমি পাইলাম কিসের খনি জোরে বলেন চোরের খনি, এখন কি খালি ওই চোর চোর আছে, না আরো কিছু বড় হইছে, এখন যে চোর চুরি করল তাদেরকে তার নিজের দলের মধ্যে থেকে বলল যে চোর যে আমার কম্বলটা আমি পাইলাম না, সাড়ে সাত লাখ কম্বল আনা হয়েছিল ৭ লাখ বাঙালি ছিল বাংলাদেশ এসেছিল।
মানব রচিত আইন, আর আল্লাহর আইন, আমরা বাংলাদেশে এতদিন মানব রচিত আইন দেখেছি, আমরা ক্ষতবিক্ষত হয়েছি, আমাদের উপরে জুলুম চলেছে-অত্যাচার চলেছে, চলতে দিতে চান সত্যি বলছেন তাহলে ঠেকাইতে হবে মানব রচিত মতবাদ। আমাকে বলতে হবে দুই ধরনের মতবাদ মানব রচিত মতবাদ একটা আরেকটা হচ্ছে আল্লাহর দেওয়া মতবাদ আল্লাহর কোন ভুল নাই আল্লাহর কোরআনে কোন ভুল নাই, অতএব এই কোরানের আইন আমরা যদি মেনে চলি তাহলে আমাদের জীবনের শান্তি আসবে।