ফেনীর পর সাতক্ষীরার কলারোয়ায় একটি মসজিদের ডিজিটাল স্ক্রিনে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। সোমবার মাগরিবের নামাজের পর উপজেলার ইউরেকা কমপ্লেক্স জামে মসজিদের ইমামের চোখে পড়ে বিষয়টি। খবর পেয়ে উপজেলার সাংবাদিকরা গিয়ে ছবি তোলেন। স্থানীয়রা বলেন, মসজিদের ডিজিটাল স্ক্রিনে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, ইউ ৭১ ঐধপশবৎ’ লেখা দেখা যায়। এ ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন তারা।
এর আগে গত ৩০ ডিসেম্বর দুপুর ২টা থেকে সোয়া ৩টা পর্যন্ত ফেনী শহরের কেন্দ্রীয় বড় মসজিদের ডিজিটাল স্ক্রিনে ‘আওয়ামী লীগ আবার ফিরবে, জয় বাংলা’ লেখা ভেসে ওঠে। পরে এ ঘটনায় জড়িত সন্দেহে স্ক্রিনের দায়িত্বপ্রাপ্ত অপারেটরকে আটক করে পুলিশ। আগে এই স্ক্রিনে শুধু মসজিদের নামই প্রদর্শিত হত জানিয়ে সাতক্ষীরার কলারোয়া উপজেলার ইউরেকা কমপ্লেক্স মসজিদের ইমাম বলেন,
মাগরিবের নামাজের পর প্রথমবার এ লেখাটি নজরে আসে। কেউ হ্যাক করে এ ঘটনা ঘটিয়েছে। আমরা বিষয়টি তাৎক্ষণিকভাবে ঠিক করার চেষ্টা করেছি। কলারোয়া থানার ওসি শামসুল আরেফিন বলেন, বিষয়টি শুনে তাৎক্ষনিক সেখানে লোক পাঠানো হয়। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে।