নাটোরের লালপুরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক স¤পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীসহ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন লালপুর থানার ওসি নুরুজ্জামান রাজু। সোমবার লালপুর থানায় বাদী হয়ে মামলাটি করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন। বাকি অভিযুক্তরা হলেন, আড়বাব ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল মান্নান, সাব্বির হোসেন জয়, বাবু হোসেন, সেন্টু আলী, আবু বক্কর সিদ্দিক, লিটন হোসেন, আবু খায়ের সহ ১৮ জন। অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ জানুয়ারি রাত সাড়ে ৭ টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ফেসবুকে পোস্ট দেন ছাত্রলীগ কর্মী জয়। উপজেলার রঘুনাথপুর বাজারে ছাত্রদল কর্মী সাগর পোস্ট দিতে নিষেধ করলে পূর্ব পরিকল্পিত ভাবে সেখানে বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি করে ছাত্রদল কর্মী সাগরকে মারধর করে আওয়ামীলীগের নেতাকর্মীরা। এঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ইসহাক আলীকে প্রধান আসামি করে মামলা করা হয়।