চাঁপাইনবাবগঞ্জে অসহায় দুঃস্থ শীতার্ত মানুষের মাঝে সিসিডিবি-এমএফপির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের স্বরুপনগরে সিসিডিবির কার্যালয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাঃ তাছমিনা খাতুন। এসময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবির এলাকা সমন্বয়কারী সবুয়েল অধিকারী, চাঁপাইনবাবগঞ্জ সিসিডিবি- এমএফপির শাখা ব্যবস্থাপক মো. আলমগীর হোসেন ও ইস্রাফিল হোসেনসহ অনান্যরা। অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একশত অসহায় ও প্রান্তিক পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়।