ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাসহ তাদের পরিবারের সব সদস্যের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে। আর্থিক খাতের গোয়েন্দা সংস্থা হিসেবে পরিচিত বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সব ব্যাংকে এ চিঠি দিয়েছে। একটি বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। এবার শেখ হাসিনা এবং তার দুই ছেলেমেয়ে সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ হোসেন, শেখ রেহানা এবং তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক (ববি), দুই মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিকের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। চিঠিতে তলব করা ব্যক্তির নাম এবং জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।
এর আগে গত ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার ব্যাংক হিসাবের তথ্য চেয়েছিল বিএফআইইউ। সেদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাবের তথ্যও চাওয়া হয়েছে। উল্লেখ্য, ছাত্র-জনতার গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট/২৪ দেশ ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। ওই দিন তার সঙ্গে ছিলেন বোন শেখ রেহানা। তাদের সন্তানদের সবাই বিদেশে বসবাস করেন। আওয়ামীলীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে হত্যার অভিযোগে শতাধিক মামলা হয়েছে। হাসিনা, রেহানা, জয়, টিউলিপের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও অনুসন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন-দুদক।