গাইবান্ধার গোবিন্দগঞ্জে সাঁওতাল আদিবাসী ফিলোমিনা হাসদা নামের ৫৫ বছর বয়সী এক নারীকে মারধর ও তার বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগে রাজাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি’র বহিস্কৃত নেতা রফিকুল ইসলামকে ঢাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম তকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল বুধবার সকাল সোয়া ৮টার দিকে ঢাকার শাহবাগের প্রিতম হোটেল থেকে রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে। তাকে গোবিন্দগঞ্জ থানায় আনা প্রক্রিয়া চলছে। থানার মামলা সুত্রে জানা গেছে, গত শুক্রবার ৩ জানুয়ারী উপজেলার রাজাহার ইউপি’র রাজাবিরাট বরট্ট আদিবাসী পল্লীর জমি নিয়ে বিরোধের জেরে ফিলোমিনা হাসদা ও তাঁর পরিবারের স্বজনদের ওপর হামলা ও বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ এনে বহিস্কৃত বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান রফিকুলসহ ৩১জনের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা দায়ের করেন ফিলোমনা হাসদার ছেলে জুলিয়াস সরেন। এদিকে, রোববার জেলা বিএনপির সভাপতি ড. ময়নুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামকে রাজাহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।