নিরাপদ মাছের উৎপাদন বাড়াতে দেশের জনগণকে আরও সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্য নিয়ে (২৩ জুলাই) শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ। ‘নিরাপদ মাছে ভরব দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ জাতীয় মৎস্য সপ্তাহের প্রতিপাদ্যে ২৪ জুলাই ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষ উপজেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধন ও আলোচনা সভা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়াম্যান মোঃ রাব্বুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গরবিুল্লাহ দবির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তৌফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ নাসিম উদ্দিনসহ অন্যরা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মুঃ ওয়ালিউল ইসলাম। পরে সফল তিনজন মৎস্যজীবির মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।