1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
জামায়াতের সাথে বিএনপি’র কোনো দূরত্ব নেই-নজরুল ইসলাম খান - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচন করতে এত সংস্কারের দরকার নাই/ সংস্কার এবং নির্বাচনের প্রস্তুতি একসাথে চালাতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জয়নুল আবদিনের সরকারি কর্মচারীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সতর্কতা শিবগঞ্জে ছাত্রদল নেতা মতিউর রহমান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল-রিজভী ফারিয়া’র কমিটি গঠন ॥ সভাপতি শফিক রহমান-সম্পাদক সরদার কামাল গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ গোমস্তাপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কম্বল বিতরণ পাবনায় এনজিও’র ফটোসেশন ॥ বাছুর না দিয়ে হাতে খিচুড়ির প্যাকেট বিএনপির দু’পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত নাটোর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুম গ্রেফতার

জামায়াতের সাথে বিএনপি’র কোনো দূরত্ব নেই-নজরুল ইসলাম খান

বিশেষ (ঢাকা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত

জামায়াতের সাথে বিএনপি’র কোনো দূরত্ব নেই-নজরুল ইসলাম খান

সম্প্রতি দুই দলের নেতাদের মধ্যে পরস্পরবিরোধী বক্তব্য বিভিন্ন গণমাধ্যমে এলেও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান দাবি করেছেন, জামায়াতের সাথে তাদের কোনো দূরত্ব নেই। তবে জামায়াত একা নিজেদের দেশপ্রেমিক দাবি করলে তাদের কষ্ট লাগে। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কর্যালয়ে এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। জাতীয়তাবাদী সমমনা জোটের সঙ্গে এ বৈঠক করে বিএনপির লিয়াজোঁ কমিটি। বেলা সোয়া ১১টায় বৈঠক শুরু হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে উপস্থিত ছিলেন আরেক স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। জামায়াতের সঙ্গে দূরত্ব প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম খান বলেন, জামায়াতের সঙ্গে জোটে ছিলাম। ফরমালি যুগপৎ আন্দোলনে আমরা ছিলাম না। বিএনপির কর্মসূচি এবং জামায়াতের কর্মসূচি একরকম ছিল না। কিন্তু তারা আন্দোলনে ছিলেন। আগামীতে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে সবাই আমরা থাকব, তারাও (জামায়াত) থাকবে। জামায়াতের সঙ্গে আমাদের দূরত্বের তেমন কিছু নেই। তারাও গণতন্ত্র চায়, নির্বাচন চায়, মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। তবে কেউ যদি কখনো বলে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। নজরুল ইসলাম খান বলেন, বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিকসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। জনগণের দুর্ভোগ নিয়ে আলোচনা করেছি, কীভাবে জনগণের দুর্ভোগ রোধ করা যায় তা নিয়ে বিভিন্ন সময়ে সরকারকে পরামর্শ দিয়েছে, সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দলের, জোটের, দেশের হাজার হাজার মানুষ জীবন দিয়েছে।
জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান সমন্বয়ক ফরিদুজ্জামান ফরহাদ বলেন, শেখ হাসিনার পতন ও জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিএনপির সঙ্গে যুগপৎভাবে ও জোটগতভাবে দীর্ঘ সময় ধরে আমরা আন্দোলন করেছি। জোটের ও বিএনপির শত শত নেতাকর্মী জীবন দিয়েছে। লক্ষ লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি। সেটার সফলতা আসে ২০২৪ এর ৫ আগস্টে। প্রথম দফায় আমরা সফলতা অর্জন করেছি, দ্বিতীয় দফা হচ্ছে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করা। ফরহাদ বলেন, আমরা চাই জাতীয় নির্বাচনটা দূরত্ব হোক। এর জন্য সংস্কার প্রয়োজন। আমরাও সংস্কার চাই। ন্যূনতম সংস্কার করে অতি দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সংসদ নির্বাচন হলে দেশের অর্ধেক সমস্যা সমাধান হয়ে যাবে। অন্যান্য সংস্কার নির্বাচিত সরকার করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!