1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নিয়ামতপুরে প্রতিপক্ষের হামলা ও ভ্যান গাড়ি ভাংচুরের অভিযোগ - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:২০ পূর্বাহ্ন

নিয়ামতপুরে প্রতিপক্ষের হামলা ও ভ্যান গাড়ি ভাংচুরের অভিযোগ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩৭ বার পঠিত

নিয়ামতপুরে প্রতিপক্ষের হামলা ও ভ্যান গাড়ি ভাংচুরের অভিযোগ

নওগাঁর নিয়ামতপুরে পুকুর দেখাশোনা করায় প্রতিপক্ষরা চার্জার চালিত অটো ভ্যান গাড়ি চালক আক্কাস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে মারধর করে ও ভ্যান গাড়ি ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। উপজেলার চাঁন্দইল গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আক্কাস আলী (৫৫) উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের চাঁন্দইল গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। এ ঘটনায় আক্কাস আলী বাদী হয়ে শুক্রবার নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। থানায় এজাহার সূত্র জানা যায়, উপজেলার করমজাই মৌজায় ২৫৫ দাগের ১১৯ শতাংশ জলমহল ভূয়া কাগজপত্র দেখিয়ে লিজ নেয় পাড়ইল সিআইজি মৎস্য চাষী সমবায় সমিতি লিমিটেড। কাগজপত্র যাচাই-বাছাই করে ভূয়া প্রমাণিত হওয়া গ্রামবাসিরা মিলে চাঁন্দইল জামে মসজিদের উন্নয়নের জন্য পুকুরে মাছ চাষাবাদ শুরু করে। পুকুর পাড়ে ভ্যান চালক আক্কাস আলীর বাড়ি হওয়ায় তিনি পুকুর দেখাশোনা করেন। মূলত পুকুর দেখাশোনা করায় বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেল ৩ টার দিকে তার উপর প্রতিপক্ষ চাঁন্দইল গ্রামের মমতাজ আলী, হাবিবুর রহমান ও মমতাজ আলীর ছেলেরা দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে পানির ট্যাপের লাইন ও ভ্যান গাড়ি ভেঙে ফেলে। ভুক্তভোগী আক্কাস আলী বলেন, পুকুর পাড়ে বাড়ি হওয়ায় আমি পুকুরটি দেখাশোনা করতাম। বৃহস্পতিবার বিকেলে আমি ভ্যান চালিয়ে বাড়িতে এলে তারা আমার বাড়ির সামনে রাখা ভ্যান গাড়ি ভেঙে ফেলে। বাড়ির সামনে একটা ট্যাপের লাইনের সংযোগ বিচ্ছিন্ন করে। আমি নিষেধ করতে গেলে তারা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শুরু করে। এক পর্যায়ে তারা আমার উপর দেশীয় অস্ত্র নিয়ে এলোপাতাড়ি মারধর করে গ্রামবাসি এগিয়ে এলে তারা সরে যায়। এ ঘটনায় আমি আইনের কাছে সুষ্ঠু বিচার চায়। নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!