1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
নেত্রকোনায় চ্যানেল আই’র প্রতিনিধিসহ ২ সাংবাদিককে হুমকি-থানায় জিডি - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন

নেত্রকোনায় চ্যানেল আই’র প্রতিনিধিসহ ২ সাংবাদিককে হুমকি-থানায় জিডি

বিশেষ (নেত্রকোনা) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৩১ বার পঠিত

নেত্রকোনায় চ্যানেল আই’র প্রতিনিধিসহ ২ সাংবাদিককে হুমকি-থানায় জিডি

নেত্রকোণার কলমাকান্দায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরির সংবাদ সংগ্রহের সময় চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসানসহ ২ সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে। এঘটনায় থানায় জিডি করা হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় দুই সাংবাদিককে হুমকি প্রদানসহ মারমুখী আচরণ করেছেন বেকারীর মালিক। এজন্য ভবিষ্যৎ নিরাপত্তা বিধানের জন্য কলমাকান্দা থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করা হয়েছে। জিডির সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসান ও দৈনিক জনতা পত্রিকার জেলা প্রতিনিধি রতন মিয়া পেশাগত দায়িত্ব পালন করতে শনিবার বিকেলে জেলার সীমান্তবর্তী কলমাকান্দা থানার সিধলী তদন্ত কেন্দ্রের অধীন সিধলী বাজারে যান। এসময় দুজনে একসঙ্গে সিধলী পশ্চিম বাজারে অবস্থিত রীমা বেকারীতে উৎপাদিত সামগ্রীর গুণগত মান জানতে যান। তারা প্রতিষ্ঠানের সামগ্রীসহ প্রয়োজনীয় ভিডিও চিত্র ও ছবি সংগ্রহ করতে চাইলে উক্ত বেকারীর মালিক আজিজুল খান তাদেরকে হুমকি প্রদানসহ মারমুখী আচরণ করেন। এ ঘটনার পরদিন সাংবাদিক জাহিদ হাসান কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট সাধারণ ডায়রি (জিডি) করেন। ভুক্তভোগী চ্যানেল আইয়ের জেলা প্রতিনিধি জাহিদ হাসান জানান, আমাদের সাথে পেশাগত দায়িত্ব পালনের সময় রীমা বেপারীর মালিক আজিজুল খান অযথা হুমকি প্রদানসহ মারমুখী আচরণ করেছেন। এরূপ অশালীন ও উচ্ছৃংখল আচরণ প্রদর্শনের জন্য বাধ্য হয়ে থানায় একটি সাধারণ ডায়রি করেছি। জেলায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমাদের মতো বেশ কয়েকজন সাংবাদিক লাঞ্চিত হয়েছেন, আহত হয়েছেন। এসব ঘটনার প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় কঠোর পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এব্যাপারে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন বলেন, বিষয়টি সম্পর্কে জেনেছি। ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!