1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি আহত - দৈনিক চাঁপাই দর্পণ
শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৮:৫৫ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি আহত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫
  • ৫৪ বার পঠিত

বেড়া নির্মাণে উত্তেজনার পর এবার গুলি

চাঁপাইনবাবগঞ্জের আজমতপুর সীমান্তে বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশি আহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তের বাগিচাপাড়া এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এর শ্মশানী ক্যাম্পের বিএসএফ সদস্যদের ৮/৯ রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে নোমানসল্যান্ডে বাংলাদেশকে অবহিত না করে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে। এনিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। গুলি ছোড়ার ঘটনায় এক চোরাকারবারী আহত হয়েছে।

আহত ব্যক্তি শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে শহিদুল ইসলাম (২৫)। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে, তিন রাউন্ড গুলির শব্দ এবং একজন আহত হবার সত্যতা নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে আজমতপুর সীমান্তের আন্তর্জাতিক ১৮২ মেইন পিলার হতে ১৩০ গজ দুরে ভারতীয় ভূখন্ডে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। এ সময় শহিদুল ইসলাম নামে এক চোরাকারবারির বুকে গুলি লেগে আহত হয় সে। আহত অবস্থায় শহিদুল ৫-৬ জন সহযোগীসহ পালিয়ে এসে গোপনে অজ্ঞাতস্থানে চিকিৎসা নিচ্ছেন। তার অন্য সহযোগীরাও পলাতক রয়েছেন। বিজিবি আরও জানায়, শহিদুল চোরাকারবারে জড়িত ছিলেন।
এসময় ঘটনাস্থলে ২৫ বোতল ফেন্সিডিল একটি ধারালো হাসুয়া এবং একটি টচ লাইট জব্দ করেছে বিএসএফ। শনিবার (১১ জানুয়ারি) দুপুর পর্যন্ত এ নিয়ে কোনো পতাকা বৈঠক হয়নি, তবে এ ঘটনার প্রতিবাদ জানানো হবে। এছাড়াও শহিদুল ও তার সহযোগীদের বিরুদ্ধে মামলাও করা হবে।
অপরদিকে, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য মনিরুল ইসলাম জানান, গভীর রাতে আট/নয় রাউন্ড গুলি শব্দ পাওয়া গেছে। সাধারণত উভয় দেশে চোরাকারবারিরা যখন চোরাই পণ্য পাচারের চেষ্টা করে তখন বিএসএফ এ ধরনের ফাঁকা গুলিবর্ষণ করে থাকে। তবে গুলিতে একজন আহত হয়েছে বলে শোনা গেছে। শাহাবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামুল হক জানান, রাত ২টার দিকে গোলাগুলির ঘটনা ঘটে এবং এতে অন্তত একজন আহত হন। কেউ কেউ দু’জন আহত হওয়ার কথাও বলেছেন। আহত একজন রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলেও শোনা গেছে। তবে তীব্র শীতের গভীর রাতের এ ঘটনার বিস্তারিত তথ্য স্থানীয়রা অনেকেই জানেন না বা মুখ খুলতে চান না।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, আজমতপুর সীমান্তে গুলি ঘটনা ঘটেছে এবং একজন বাংলাদেশি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি। উল্লেখ্য, গত ৫ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত টানা চার দিন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের চৌকা সীমান্তে তীব্র উত্তেজনা বিরাজ করে। বিএসএফ আন্তর্জাতিক আইন ভঙ্গ করে স্থানীয়দের সহায়তায় অবৈধস্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি ও স্থানীয়দের তীব্র বাধার মুখে তারা কাজ বন্ধ রাখতে বাধ্য হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!