1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে পণ্য বহুমুখীকরন বিষয়ক কর্মশালা - দৈনিক চাঁপাই দর্পণ
সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার-ডিসি সম্মেলনে প্রধান উপদেষ্টা চাঁপাইনবাবগঞ্জে তারুণ্যের উৎসব উপলক্ষে ৩দিনব্যাপী নারী উদ্যোক্তা মেলার উদ্বোধন গোবিন্দগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত শিবগঞ্জে বিএনপির উপজেলা ও পৌর আহবায়ক কমিটিকে সংবর্ধনা গোবিন্দগঞ্জে তেলজাতীয় ফসল উৎপাদন বিষয়ে ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ সোনামসজিদ আমদানি-রপ্তানিকারক গ্রুপের ভোট সম্পূর্ণ রাজশাহীতে কোকো স্মৃতি টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন বাতিল সাংবাদিক আব্দুল্লাহ্ আল মাহমুদ বাবলু’র ৩য় মৃত্যু বার্ষিকী পালন নাটোরের গুরুদাসপুরে শিশু হত্যার দায়ে একজনের ১০ বছরের আটকাদেশ

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে পণ্য বহুমুখীকরন বিষয়ক কর্মশালা

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫
  • ১২৫ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে পণ্য বহুমুখীকরন বিষয়ক কর্মশালা

চাঁপাইনবাবগঞ্জে আম ব্যবসায়ী ও উদ্যোক্তাদের নিয়ে আম ক্লাস্টার উন্নয়ন এবং পণ্য বহুমুখীকরণ বিষয়ক কর্মশালা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতায় এবং সিটি ব্যাংক জেলা শাখার আয়োজনে স্থানীয় একটি হোটেলে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় চাঁপাইনবাবগঞ্জ জেলার ৫ উপজেলার ৫০ জন আম ব্যবসায়ী ও উদ্যোক্তা অংশ নেয়। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রুপ রতন পাইন।

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক ঢাকার এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা, সিটি ব্যাংকের চীফ ইকোনোমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার মো আশানুর রহমান, অতিরিক্ত পরিচালক এসএমইএসপিডি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, এসএমইএসপিডি’র যুগ্ম পরিচালক মো মামুনুর রশীদ, সিটি ব্যাংক হেড অফ স্মল অ্যান্ড মাইক্রোফাইন্যান্স কামরুল মেহেদী জেলা ও বিভিন্ন ব্রাঞ্চের অন্যান্য কর্মকর্তারা। জেলার আম সম্পদের উন্নয়নে করনীয় বিষয়ে বক্তব্য রাখেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি ও ‘দৈনিক চাঁপাই দর্পণ’ এর সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু, বাংলাদেশ প্রতিদিন এর প্রতিনিধি মোঃ রফিকুল আলম, আম ব্যবসায়ী ও উদ্যোক্তা মুনজের আলম মানিক, বিশিষ্ট আম চাষী ও ব্যবসায়ী রফিকুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, আগামীতে আম বাগানগুলো আধুনিকীককরণসহ পণ্য বহুমুখীকরণ করতে হবে। কর্মশালায় ব্যাংকিং ঋণ গ্রহণ ও পরবর্তী করনীয় বিষয়ে আম চাষী ও ব্যবসায়ীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কর্মশালার প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রুপ রতন পাইন, বিশেষ অতিথি বাংলাদেশ ব্যাংক ঢাকার এসএমইএসপিডি পরিচালক নওশাদ মোস্তফা, সিটি ব্যাংকের চীফ ইকোনোমিস্ট অ্যান্ড কান্ট্রি বিজনেস ম্যানেজার মো আশানুর রহমান।
কর্মশালায় বিভিন্ন বিষয় নিয়ে উন্মুক্ত আলোচনা হয়। আম উৎপাদন, বাজারজাতকরন, বিদেশে রপ্তানি করন বিষয়ে গুরুত্বারোপ করা হয়। আম সম্পদ কে রক্ষায় করনীয় বিষয় নিয়ে আলোচনা হয়। আম বিদেশে রপ্তানি করতে প্রয়োজনীয় কাগজপত্র ও পদক্ষেপ গ্রহণ করতে পরামর্শ প্রদান করা হয়েছে কর্মশালায়।

কর্মসংস্থান সৃষ্টির উপর ও উদ্যোগ নেয়ার আহবান এবং অন্যান্য ব্যাবসায়ীদের উদ্বুদ্ধকরণ এর পরামর্শ দেয়া হয়। ব্যাংকের লোনের অর্থ সঠিকভাবে ব্যাবহার করে নিজের ব্যাবসাকে প্রতিষ্ঠিত করার পরামর্শ দিয়েছেন বক্তারা। মহিলা উদ্যোক্তাদের বিশেষ সুবিধা দেয়ার ব্যাবস্থা নেয়া হয়েছে ব্যাংকের পক্ষ থেকে। আম থেকে বিভিন্ন পণ্য তৈরি করে বেশি আয় করার পরামর্শ প্রদান করা হয় কর্মশালায়। আম সম্পদ রক্ষায় কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন বাংলাদেশ ব্যাংক ও সিটি ব্যাংকের কর্মকর্তাগণ। সর্বপরি জেলা প্রধান অর্থকরি ফসল আম সম্পদ রক্ষায় ও ব্যাবসায়ীদের সহজ শর্তে আর্থিক সুবিধা প্রদান এবং প্রয়োজনীয় পরামর্শ ও তৃণমূল পর্যায়ের ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার করেন বাংলাদেশ ব্যাংক ও সিটি ব্যাংকের কর্মকর্তাগণ। সিটি ব্যাংকের সিনিয়র ম্যানেজার মোঃ রাকিবুল হাসান এর সঞ্চালনায় এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসময় চেম্বারের পরিচালক মোঃ শহিদুল ইসলাম, এম কোরাইশি মিলু,

বাহরাম আলী, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, রাজশাহী সিটি বাংকের ম্যানেজার রোকনউজ্জামান, ইউনিট ম্যানেজার মো: মাসুম পারভেজ, সিটি ব্যাংকের রিজিওনাল হেড মো: ইলিয়াস হোসেন, টেরিটোরি ম্যানেজার মো: হুমায়ুন কবির, চাঁপাইনবাবগঞ্জ সিটি ব্যাংকের শাখা ব্যবস্থাপক মো: মিজানুর রহমান, ইউনিট হেড মো: হাবিবুল্লাহ, ইউনিট ম্যানেজার মো: মিরাজুল ইসলাম, ইউনিট ক্রেডিট ম্যানেজার মো: রবিউল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ শাখার কর্মকর্তাবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!