বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি গোমস্তাপুর উপজেলা শাখা চাঁপাইনবাবগঞ্জ এর উদ্যোগে প্রসাদপুর কামিল মাদ্রাসা হলরুমে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়েছে। শুক্রবার (১৭ ই জানুয়ারি) বেলা ১১ টায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের গোমস্তাপুর উপজেলা প্রতিনিধি ও চাঁপাইনবাবগঞ্জ জেলা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মাস্টার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রবীণ হিতৈষী সংঘের গোমস্তাপুর উপজেলা সভাপতি ও রংপুর ইউসুফ আলী কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার বিশ্বাস ও প্রসাদপুর কামিল মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই সিদ্দিকী কামাল।