চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট রাজবাড়ী মাঠে শহী জিয়া স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট এর শুভ উদ্বোধন হয়েছে। প্রায় ১৪ বছর পর সোমবার (২০ শে জানুয়ারি) সকালে জিয়া পরিষদ শাখার আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন আলহাজ্ব মোশাব্বর আলী। জিয়া পরিষদের সভাপতি ঈদি আমিন বাবুর সভাপতিত্বে ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শহিদুল হক হায়দারী শহীদ মিয়ার সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিনুল ইসলাম, উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খাইরুল ইসলাম, মোবারকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল্লাহ হায়দারী মাহমুদ মিয়া, কানসাট ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক তাজিরুল মেম্বার, মোবারকপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন জেমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় অংশগ্রহণ করেন রহনপুর ক্রিকেট একাডেমী ও শাহাবাজপুর সোহাগ মৎস খামার ক্রিকেট দল।