রাজশাহীতে সংবাদপত্র শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে নগরীর গোরহাঙ্গা এলাকায় মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। রাজশাহী জেলা পরিষদের সহযোগিতায় মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ১৪০ জন শ্রমিককে কম্বল দেওয়া হয়। এসময় শ্রমিকদের হাতে কম্বল তুলে দেন একুশে টেলিভিশনের রাজশাহী বিভাগীয় প্রতিনিধি ও দৈনিক যায়যায়দিনের ব্যুরো প্রধান বদরুল হাসান লিটন ও মহানগর সংবাদপত্র শ্রমিক ইউনিয়নের সভাপতি দুলাল হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ জনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন, সংগঠনিক সম্পাদক আলামিন।