সিরাজগঞ্জের বেলকুচি মহিলা ডিগ্রী কলেজে পদত্যাকৃত হিসাব রক্ষক আমিরুল ইসলাম কর্তৃক উপাধ্যক্ষ আনোয়ার হোসেনকে মারধরের প্রতিবাদে ছাত্রীরা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে। মঙ্গলবার সকালে কলেজের সামনের সড়কে অনুষ্ঠিত ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে দ্রুত দায়ী ব্যক্তিকে আটক করে আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষার্থীরা। উল্লেখ্য, বেলকুচি মহিলা ডিগ্রী কলেজে আমিরুল ইসলাম ২০০৯ সালের ১৪ মার্চ হিসাব রক্ষক পদে যোগদান করেন। কলেজের ডিগ্রী স্তর ২০১৯ সালের ১ জুলাই এমপিও ভুক্তির আগেই নিয়োগ হবার কারনে মাউশিতে আবেদন করেও তার বেতন কার্যকর হয়নি। এজন্য স্বেচ্ছায় তিনি ২০২৩ সালের ২৩ এপ্রিল পদত্যাগ করেন। তখন মানবিক দিক বিবেচনায় তাকে ৫ লক্ষ টাকা সহায়তা প্রদান করে কলেজ কর্তৃপক্ষ। এরপরও গত সপ্তাহখানেক ধরে কলেজে এসে বর্তমান সহকারী হিসাব রক্ষক সুব্রত কুমার সরকার এবং গতকাল সোমবার কলেজে প্রবেশ করে আমিরুল ইসলাম উপাধ্যক্ষ আনোয়ার হোসেনকে হামলা চালিয়ে মারধর করে। তখন কলেজের অন্যান্য শিক্ষকরা এগিয়ে আসলে তাদের উপরও হামলা চালান তিনি। এ ব্যাপারে পদক্ষেপ চেয়ে থানায় লিখিত আবেদন করা হয়। এরই প্রেক্ষিতে অভিযুক্ত আমিরুল ইসলাম কে আটক করে দ্রুত কঠিন শাস্তির দাবিতে শিক্ষার্থীরা এই মানববন্ধন কর্মসূচি পালন করে।