সাবেক সফল রাষ্ট্রপতি, বিএনপির প্রতিষ্ঠাতা, স্বাধীনতার ঘোষক, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) রাতে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড ছাত্রদলের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। মোঃ আব্দুল আলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতি ভালুকার সাধারণ সম্পাদক ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ নাজমুল আলম সোহাগ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাংবাদিক- কবি সফিউল্লাহ আনসারী, বিএনপি নেতা মোঃ তাইজ উদ্দিন, মোঃ আব্দুল মালেক, মোঃ হাবিবুল্লাহ কমল, মোঃ রিপন সরকার,ছাত্রদল নেতা লিখন আহমেদ, স্বরণ, যুবায়ের প্রমূখ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অংগসহযোগী সংগঠনের নেতাকর্মী, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকবৃন্দ। যুবায়ের মিয়ার সঞ্চালনায় সভায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা আল আমিন ।