1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক ॥ সীমান্ত সমস্যাগুলো সমাধানে একমত - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৪১ অপরাহ্ন

সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক ॥ সীমান্ত সমস্যাগুলো সমাধানে একমত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২২ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পঠিত

সোনামসজিদ সীমান্তে বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠক ॥ সীমান্ত সমস্যাগুলো সমাধানে একমত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও গাছ কেটে ফেলার ঘটনা নিয়ে উত্তেজনা ও দুই দেশের সীমান্ত বাসীর সংঘর্ষের পর অবশেষে সীমান্তে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে সোনামসজিদ সীমান্তে সেক্টর কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) সকালে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে এ সৌজন্য বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বিজিবি’র পক্ষে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের সেক্টর কমান্ডার কর্নেল মোঃ ইমরান ইবনে এ রউফ এবং ভারতের বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম। এসময় চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া,

বিএসএফের পক্ষে ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়ক সুরজ সিং এবং উভয় দেশের উর্দ্ধতন অফিসারগণ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে উভয়পক্ষ সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশী এবং ভারতীয় কৃষক ব্যতীত অন্য কেউ প্রবেশ না করা, সীমান্ত সংক্রান্ত যে কোন সমস্যা বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমন্বি^তভাবে সমাধান করা, উভয় দেশের মিডিয়া কর্তৃক সীমান্ত সম্পর্কিত যে কোন ধরনের অপপ্রচার কিংবা গুজব ছড়ানো বন্ধ করা এবং উভয় দেশের স্থানীয় জনগণকে অবৈধ অনুপ্রবেশ ও মাদক চোরাচালান ইত্যাদি হতে বিরত থাকার বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ ব্যাপারে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া জানান, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ সম্পন্ন হয়েছে এবং উভয় দেশ সীমান্ত সমস্যাগুলো সমাধানের সিদ্ধান্তগুলো মেনে চলতে একমত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!