চাঁপাইনবাবগঞ্জে গত ১৮ জানুয়ারি আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে বিএসএফ’র বোমা নিক্ষেপ এবং বাংলাদেশর আম গাছ টেকে ও ফসল নষ্ট করে সাধারণ কৃষকের উপর বর্বরোচিত হামলার প্রতিবাদসহ বিভিন্ন সিমান্তে ভারতীদের আগ্রাসনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) বিকেলে শিবগঞ্জ উপজেলার বিনাদপুর ইউনিয়নের কালিগজ্ঞ বউ বাজারে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে কালিগঞ্জ চৌমুহনীতে মড়ে মানববন্ধনে মিলিত হয়। বিনোদপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় জনগণ ও সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের কৃষক জনতার উপর হাত বোমা নিক্ষেপ করে হামলা চালিয়েছে, আমাদের বাংলাদেশী পাঁচ কৃষক আহত হয়েছে, যারা এই হামলা চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে বলে দাবি করেন বক্তারা। এসময় বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জানিবুল ইসলাম জৌসি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক কমিটির সদস্য সচিব সাব্বির আহমেদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আল বসারী সোহান, তনয়, বিনাদপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আনোয়ার পারভেজ, সাধারণ সম্পাদক ইকবাল হাসান জিবন, ছাত্রনেতা কাজল আরেফিন ওমিসহ অন্যরা। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতাকর্মী ও বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।