রাজধানীর কামরাঙ্গীরচরের বেড়িবাধ এলাকায় ব্যবসায়ীকে গুলি করে প্রায় ৭০ ভরি স্বর্ণ ছিনতাই করেছে দুর্বৃত্তরা। ছিনতাইয়ের শিকার ওই ব্যবসায়ীর নাম সজল রাজবংশী (৩৭)। তিনি কামরাঙ্গীরচরের ‘ইতি জুয়েলার্স’ এর মালিক। রাতে দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন সজল। তখনই এ ঘটনা ঘটে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সোয়া ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ ব্যবসায়ী সজল ১১৫/১ নং হাজারীবাগের খোকন রাজবংশীর ছেলে। তার ছোট ভাই জয় রাজবংশী বলেছেন, “আমার ভাই কামরাঙ্গীরচরে ‘ইতি জুয়েলার্সের’ মালিক। বৃহস্পতিবার রাত ১১ টার দিকে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিল। বাসার ঠিক কাছাকাছি এলেই অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত আমার ভাইয়ের বাম পায়ে গুলি করে তার কাছে থাকা প্রায় ৭০ ভরি স্বর্ণ নিয়ে পালিয়ে যায়। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক বলেন, রাত সোয়া ১২দিকে গুলিবিদ্ধ অবস্থায় এক স্বর্ণ ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে আসা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পরিবারের সদস্যরা একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে বলে জানতে পেরেছি। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।