গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৌর জামায়াতের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা শুক্রবার স্থানীয় দারুল ফোরকান ট্রাস্টে অনুষ্ঠিত হয়। পৌর আমীর শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারি প্রভাষক হাসান সাঈদ তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর ডাঃ আব্দুর রহিম সরকার, উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ,সাবেক সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, সহকারী সেক্রেটারি মশিউর রহমান প্রমুখ। আলোচনা শেষে প্রধান অতিথি জননেতা ডাঃ আব্দুর রহিম সরকার পৌরসভার অসহায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন।