1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ৫৯ বিজিবি’র সচেতনতামূলক সভা - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ৫৯ বিজিবি’র সচেতনতামূলক সভা

শিবগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ৩৪ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ৫৯ বিজিবি’র সচেতনতামূলক সভা

চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরনগঞ্জ সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌকা সীমান্ত এলাকায় জনসচেতনতামূলক সভা করেছে বিজিবি। বুধবার বিকেলে সেক্টর কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর বৃহষ্পতিবার বিজিবির’ সীমান্তে চোরাচালান রোধে ও জনসাধারণের নিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির লক্ষে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে এ সচেতনতামূলক সভার আয়োজন। বৃহস্পতিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা বিওপির আওয়াতাধীন বাখোরআলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের উদ্যোগে সভাটি হয়।

উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সভায় বক্তব্য রাখেন এবং সবাইকে ভারতের আগ্রাসনের ব্যাপারে সচেতন থাকার আহবান ও সর্তক থাকার আহবান জানানো হয়। সভায় ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া বলেন, বিএসএফকে শায়েস্তা করার জন্য আমি যথেষ্ট। তাই অযথা সীমান্তের নো ম্যানস ল্যান্ডে গিয়ে এলাকার সাধারণ মানুষ ভীড় করবেন না।

না ডাক দেয়ার আগ পর্যন্ত আপনারা সীমান্তে যারা খারাপ কাজের সাথে ও চোরাচালানের সাথে জড়িত তাদের নাম ঠিকানা দিয়ে সহযোগীতা করেন। আমরা তাদের ধরে পুলিশকে দিয়ে শায়েস্তা করব এবং সীমান্ত সুরক্ষিত রাখব। এ সময় তিনি পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন সহ গ্রামবাসীকে বিজিবির পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজহার আলী, শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া, শাহবাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তোজাম্মেল হকসহ স্থানীয় জনপ্রতিনিধি

, পেশাজীবি নেতা, স্কুল ও মাদ্রাসার শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক, ইউপি সদস্যগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইমাম, শিক্ষার্থী এবং সাধারণ জনগণসহ শহস্রাধিক লোকজন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!