জাতীয়তাবাদী সাংবাদিক সমাজের ব্যানারে সংবাদপত্রের স্বাধীনতা ও জিয়াউর রহমান শীর্ষক আলোচনা সভা বগুড়া প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই বিশিষ্ট ক্রীড়াসংগঠক আরাফাত রহমান কোকোর ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি মীর সাজ্জাদ আলী সন্তোষের সভাপতিত্বে ও সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সভাপতি ও বিএফইউজে’র নির্বাহী সদস্য মীর্জা সেলিম রেজা, দৈনিক বগুড়া’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজাউল হাসান রানু, বগুড়া প্রেসক্লাবের সদস্য সচিব সবুর শাহ লোটাস, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক মহসিন আলী রাজু, জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সভাপতি মমিনুর রশিদ শাইন, দৈনিক উত্তর কোণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান বিজয়, সিনিয়র সাংবাদিক রেজাউল হক বাবু, ইনছান আলী শেখ,বগুড়া ফটোজার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আব্দুর রহিম, জাফর আহম্মেদ মিলন, বজলুর রশিদ সুইট, হাফিজ রাজ, সাহেদ শেখ, রায়হান আহম্মেদ রানা, শমসেরনুর খোকন, সুমন সরদার, শাজাহান আলী, জে এসসাহাদত হোসেন শাহীন, রেজাউল হক রেজা, রুহুল আমিন কিবরিয়া, রাকিবুল হাসান শান্ত, ঈসা খাঁ প্রমূখ। সভায় আলোচকরা বলেন, জিয়াউর রহমানমানেই স্বাধীন বাংলাদেশ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গনতন্ত্র প্রবর্তন করেছিলেন বলেই এদেশে বহুদল রাজনীতি করার সুযোগ পেয়েছিল, অনুরুপভাবে সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছিল। এরই ধারাবাহিকতায় ৭৫ পরবর্তী সময়ে স্বাধীন সংবাদ পত্রের বিকাশ ঘটেছিল। সাংবাদিকদের প্রশিক্ষণসহ পেশার মান উন্নয়নে পিআইবি, পিআইডি, প্রেসকাউন্সিল প্রভৃতি প্রতিষ্ঠান স্থাপনে জিয়াউর রহমানে ভূমিকা ছিল অপরিসীম। কোন মহল জিয়াউর রহমান ও জিয়া পরিবারকে খাটোকরার অপপ্রয়াস চালালে এক দিন তারাই ইতিহাসে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে। সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তাঁর কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকো’র ১০ম মৃত্যুবার্ষিকী স্মরণে দোয়া মাহফিল ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু সু¯’তা কামনা করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নেতা মীর্জা সেলিম রেজা।