চাঁপাইনবাবগঞ্জের পেশাজীবী ফোরামের আলোচনা সভা ও শিক্ষা শিবির হয়েছে। শনিবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর শাখার আয়োজনে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের আতাহার মাসুদ-উল হক ইনিস্টিটিউট চত্বরে এই সভা হয়।
সভায় সভাপতিত্ব করেন পেশাজীবী ফোরামের জেলা সভাপতি মোঃ মাইনুল ইসলাম। সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা আবু জার গিফারী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম।
সম্মানিত অতিথি ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মোঃ আবু বকর, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান। উপস্থিত ছিলেন পেশাজীবী ফোরামের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও কর্মীরা। উপস্থিত ছিলেন, ইসলামি ব্যাংক চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মাদ আবু সাইদ আব্দুল্লাহ, পেশাজীবী ফোরাম জেলা সেক্রেটারী আব্দুল কাইয়ুম, মোঃ আব্দুল আজিজ, সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ শহর শিবির, সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল আলীম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমীর হাফেজ গোলাম রাব্বানী, অফিস সম্পাদক অধ্যাপক মোঃ আমানুল্লাহ,
জেলা বাইতুলমাল সম্পাদক অধ্যাপক আব্দুল লতিফ, সহঃ সেক্রেটারী জেলা শাখা মাওলানা মোঃ ওমর ফারুক, সহঃ-সেক্রেটারী, জেলা শাখা অধ্যাপক মোঃ আবুল হাসান, অধ্যাপক দুরুল হোদা, সদর উপজেলা পূর্ব শাখার সভাপতি আলহাজ্ব কাওসার আলী, সদর উপজেলা পশ্চিম শাখার সভাপতি মোঃ শহীদুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌর পূর্ব শাখার সভাপতি আহমেদ বাসীর,
চাঁপাইনবাবগঞ্জ পৌর পশ্চিম শাখার সভাপতি মোঃ রফিকুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা উত্তর শাখার সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম, শিবগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি মোঃ এনায়েতুল্লাহ নয়ন, শিবগঞ্জ পৌরসভার সভাপতি মোঃ আবুল কালাম, জেলা শাখার সহকারি সেক্রেটারী মোঃ আখতারুজ্জামান, সহকারি সেক্রেটারী জেলা শাখা (শিবগঞ্জ) মোঃ শহীদুল ইসলাম, সাবেক পৌর সভাপতি, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা আব্দুল মুকিম, নাচোল উপজেলা শাখার সভাপতি মোঃ কাজেম আলী, নাচোল পৌরসভা শাখার সভাপতি মোঃ ইউসুফ আলী, ভোলাহাট উপজেলা শাখার সভাপতি মোঃ শফিকুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা শাখার সভাপতি ডাক্তার আব্দুল গণী, রহনপুর পৌরসভার সভাপতি অধ্যপক মোঃ সাদিকুল ইসলাম, মোঃ আবুল কালাম, মোঃ শওকত আলীসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা। সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। শেষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।