1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ॥ সীমান্তে চলছেই বিএসএফ’র অত্যাচার- চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ ॥ বিজিবি’র দাবী চোরাকারবারী - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৫২ অপরাহ্ন

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ॥ সীমান্তে চলছেই বিএসএফ’র অত্যাচার- চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ ॥ বিজিবি’র দাবী চোরাকারবারী

নিজস্ব প্রতিনিধি ॥
  • আপডেট টাইম : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৬৮ বার পঠিত

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক ॥ সীমান্তে চলছেই বিএসএফ’র অত্যাচার

চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ ॥ বিজিবি’র দাবী চোরাকারবারী

সীমান্তে প্রতি ঘটনার পরই হয় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক। বৈঠকে সীমান্তের সকল সমস্যা নিয়ে আলোচনায় একমত পোষন করেন উভয়পক্ষ। কিন্তু বৈঠক পরেই সেই প্রতিজ্ঞা বা আলোচনার কোন কথায় রাখেন না বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে চলছেই বিএসএফ’র অত্যাচার। একের পর এক ঘটনা ঘটাচ্ছে। আর প্রতিকার হিসেবে পতাকা বৈঠক আর ঘটনার পর দুঃখ প্রকাশ। চাঁপাইনবাবগঞ্জ জেলার কিরনগঞ্জ, চৌকা, তেলকুপিসহ সীমান্ত এলাকায় কাঁটা তারের বেড়া দেয়া, ফসল নষ্ট, আম গাছ কেটে ফেলা, ককটেল বিস্ফোরণ, তীর বর্ষণ, ইট পাটকেল নিক্ষেপ, সাউন্ড গ্রেনেড বিষ্ফোরনসহ ৫ কৃষক আহত, সীমান্তে গুলি করে কৃষকদের আহত করার ঘটনা চলছেই।

এরই ধারাবাহিতকায় শনিবার ভোরে চাঁপাইনবাবগঞ্জের তেলকূপি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে এক বাংলাদেশী কৃষক গুলিবিদ্ধ হয়েছে। শনিবার ভোর ৫টার দিকে গুলিবিদ্ধ হওয়া ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকূপি মোল্লাটোলা গ্রামের বেলাল উদ্দীনের ছেলে হাবিল উদ্দীন (৩০)। তবে, ৫৯ বিজিবির দাবী-গুলিবিদ্ধ হাবিল একজন চোকারাবারী। চোরাকারবারী করার সময় গুলিবিদ্ধ হয়েছে। অন্যদিকে, হাবিল এর পরিবারের দাবী, হাবিল কোন মাদক চোরাকাবারী নয়, একজন কৃষক, তেলকূপি মুড়িয়া মাঠে জমিতে কাজ করছিলেন হাবিল।

পরিবার, জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান, শনিবার ভোর ৫টার দিকে সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮০ সাব পিলার ৭এস নিকটে তেলকূপি মুড়িয়া মাঠে গম ক্ষেত্রে কাজ করছিলেন হাবিল। এসময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জওয়ানরা হাবিলকে গুলি করে। এতে গুরুতর আহত হলে প্রথমে তাকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে নিয়ে আসে।

অবস্থা বেগতিক হওয়ায় পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় হাবিলকে। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ হাবিল সাংবাদিকদের জানান, তিনি নিজ জমিতে পানি দিতে গিয়েছিলেন। ভোরে ঘন কুয়াশার মধ্যে কাজ করার সময় তাকে বিএসএফ গুলি করে।

এসময় সাথে থাকা হাবিলের ভাবি সুলেখা বেগম জানান, ওই জমিতে তাদের সেচের মর্টার রয়েছে। সেখানে জমিতে পানি দিচ্ছিল তার দেবর হাবিল। সেখানে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি চালায়। তার দেবর একজন কৃষক, কোন মাদক চোরাকারবারী নয়। জমিতে কাজ করতে গেলে বিএসএফ গুলি চালায়।

শাহবাজপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সদস্য কাশেদ আলী জানান, সীমান্ত পরিস্থিতির কারনে বিজিবির পাশাপাশি কয়েকদিন যাবৎ এলাকার সকলকে সন্ধ্যার পর সীমান্তে না যাওয়ার আহবান জানিয়ে আসছি। শনিবার ভোর ৪টার পর হাবিল গুলিবিদ্ধ হয়েছে। তার পরিবার ও এলাকাবাসী বলছে-হাবিল গমের জামিতে পানি দিতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ’র গুলিতে গুলিবিদ্ধ হয়েছে। তবে বিজিবি বলছে, সে চোরাকাবারী।

হাবিল বর্ডারে মাদক আনতে গিয়েছিল। ইউপি মেম্বার আরও জানান, ইতিপূর্বে হাবিলের বিরুদ্ধে সীমান্তে মাদক চোরাকারবারির কোন অভিযোগ নেই। শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, আমি মেম্বারের সাথে কথা বলেছি। পরিবারের সদস্যরাও বলছে হাবিল গমের জমিতে পানিতে দিতে গিয়েছিল এবং সেখানে বিএসএফ তাকে গুলি করেছে।

এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জস্থ মহানন্দা ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এক প্রেসনোটে জানান, তেলকুপি সীমান্তের আনুমানিক ১৫০ গজ ভারতের অভ্যন্তরে ঘন কুয়াশার সুযোগ নিয়ে ৭/৮ জন বাংলাদেশী চিহ্নিত চোরাকারবারী চোরাচালানের উদ্দেশ্য ভারতীয় সীমান্ত অতিক্রম করলে বিএসএফ টহলদল কর্তৃক তাদেরকে লক্ষ্য করে ০২/০৩ রাউন্ড ফায়ার করে।

এসময় বিজিবি গমন করলে বাংলাদেশী চোরাকারবারীরা পালিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে। পরবর্তীতে সোর্স মারফত জানা যায়, হাবিল নামে একজন চিহ্নিত চোরাকারবারী বিএসএফ’র গুলিতে আহত হয়ে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছে। তিনি আরও জানান, তেলকুপি বিওপি’র দায়িত্বপূর্ণ পাঁচ কিলোমিটার সীমান্ত এলাকায় বাংলাদেশী কোন কৃষক অবস্থান করছিল না। এই ঘটনায় বিজিবি-বিএসএফ কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে এবং বিএসএফকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারী পাশর্^বর্তী আজমত সীমান্তের আর্ন্তজাতিক মেইন পিলার ১৮২ এর ১৩০ গজ এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ১১৯ বিএসএফ ব্যাটালিয়নের অন্তর্গত শশ্মনী ক্যাম্পের বিএসএফ জোয়ানদের গুলিতে শহীদুল ইসলাম (২৫) বাংলাদেশী নাগরিক গুলিবিদ্ধ হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!