নবায়নযোগ্য জ¦ালানিতে দ্রুততর রূপান্তরসহ সুশাসিত দুর্নীতিমুক্ত ও টেকসইজ¦ালানি ব্যবস্থা প্রতিষ্ঠার চাহিদা জোরদারের দাবিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটির (সনাক) চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে মানববন্ধন হয়েছে। “ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ’’ এই শ্লোগানে রবিবার সকাল ১০ টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন সনাক সভাপতি সাইফুল ইসলাম রেজা, সনাক সদস্য সেলিনা বেগম, মোঃ গোলাম ফারুক মিথুন, মোঃ ওয়ালিউল আজিম, সনাকের ইয়েস উপ-কমিটির আহবায়ক মোঃ আমিনুল হক আবীর, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি) নশিপুর এর সমন্বয়ক মোঃ আব্দুল আল মাসুদ জনি, ভূমি বিষয়ক এসিজি’র সমন্বয়ক মোঃ জেনাউর রহমান সাঈদ, মহারাজপুর এসিজি সদস্য মোসাঃ মোমেনা খাতুন প্রমুখ। দিবসটি উপলক্ষে টিআইবি’র বিভিন্ন দাবি সম্বলিত ধারণাপত্র পাঠ করেন সনাক সহ-সভাপতি উম্মে সালমা হ্যাপি। মানববন্ধন সঞ্চালনা করেন টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ শফিকুল ইসলাম। মানববন্ধনে সনাক, ইয়েস, এসিজি সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মী ও টিআইবি কর্মকর্তাসহ সাধারণ নারী-পুরুষ উপস্থিত ছিলেন।