চাঁপাইনবাবগঞ্জে শীতার্ত কৃষকদের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। সদর উপজেলার বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে কম্বলগুলো বিতরণ করা হয়। জেলা প্রশাসনের সহযোগিতায় কম্বলগুলো বিতরণ করে বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতি। প্রধান অতিথি হিসেবে কম্বলগুলো বিতরণ করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আঞ্জুমান সুলতানা। রবিবার বিকেলে শীতবস্ত্র বিতরণকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত কৃষক ও ক্ষেতমজুর সমিতির সভাপতি আবু বাক্কার ও সাধারণ সম্পাদক শাহিন আক্তার, ব্যবসায়ি সাদরুল ইসলাম সানি। সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের ১৫০ জন কৃষকের মধ্যে কম্বলগুলো বিতরণ করা হয়।