নাটোরের নলডাঙ্গা উপজেলায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কায় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরো একজন। রোববার সন্ধ্যা রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাঠুয়াগাড়ি চৌধুরী পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো, উপজেলার দিয়ার কাজিপুর এলাকার ঠান্টু তালুকদারের ছেলে মো. সান (১৬) এবং একই এলাকার রফিকুল ইসলামের ছেলে মো. সাফা (১৪)। সান উপজেলার বাসুদেবপুর শ্রীশ্রী চন্দ্র উচ্চ বিদ্যালয় দশম শ্রেণির এবং সাফা অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। আহত সিয়াম (১৫) একই এলাকার সেলিম হোসেনের ছেলে। সেও একই বিদ্যালয়ের শিক্ষার্থী। সে এখন রাজশাহী মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয়দের বরাতে নলডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) মো. মোস্তাফিজুর রহমান জানান, তিন কিশোর মোটরসাইকেলে নলডাঙ্গার কাঠুয়াগাড়ি থেকে দিয়ার কাজিপুর যাচ্ছিল। মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছ ও দেওয়ালে ধাক্কা খায়। খবর পেয়ে নলডাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা তিনজনকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সানকে মৃত ঘোষণা করেন। উন্নত চিকিৎসার জন্য সিয়াম ও সাফাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পথে সাফা মারা যায়। মোস্তাফিজুর রহমান বলেন, স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতদের লাশ পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে।