পুলিশ যেন কথায় কথায় জনতার ওপর গুলি না চালাতে পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর সংস্কার প্রয়োজন বলে মন্তব্য করেছেন করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, যে যন্ত্রপাতি দিয়ে ওই হাসিনা ফ্যাসিবাদ তৈরি করেছিল, ওইসব যন্ত্রপাতি অর্থাৎ আইনশৃঙ্খলা বাহিনীকে সংস্কার করতে হবে। যে-ই হোক না কেন, কথায় কথায় যেন গুলি না করে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শুধু সংস্কার নিয়ে থাকলে হবে না। সংস্কারের পাশাপাশি অন্য কাজগুলিও করতে হবে। মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভী।
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে তিনি বলেন, “বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। মানুষের সুখ-শান্তির কথা ভাবতে হবে। বিচার বিভাগীয় স্বাধীনতা নিশ্চিত করতে হবে। রোববার সন্ধ্যায় হাসিনা সরকারে আমলে কঠোর সমালোচনা করে রিজভী বলেন, “গত ১৬-১৭ বছর শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল। মিছিল বের করলে পুলিশ শটগান দিয়ে গুলি করতো। ফেইসবুকে স্ট্যাটাস দিলে পুলিশ বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে জেলে পাঠাতো। প্রতিবাদ করলেই মামলা, নিপীড়ন আর গুম হতে হতো।
শেখ হাসিনা বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করেছে। তিনি এবং তার পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। শেখ হাসিনার শাসনামলে শিক্ষাব্যবস্থায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করা হয়েছে উল্লেখ করে রুহুল কবির রিজভী বলেন, “শেখ হাসিনা দেশকে করেছিল জ্ঞানশূন্য। সর্বত্রই প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি চালু করেছিল। না লিখলেও পাস করিয়ে দেওয়া হতো।
দেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে ফেলেছে। এর থেকে উন্নতি ঘটাতে হলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। সভায় মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খানম রিতা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এস এ জিন্নাহ কবীর, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম হাফিজ কেনেডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস বক্তব্য রাখেন। এসময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।