1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
সুন্দরবনের দুবলার চরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৫৬ অপরাহ্ন

সুন্দরবনের দুবলার চরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

দর্পণ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২৫
  • ৫০ বার পঠিত

সুন্দরবনের দুবলার চরে অস্ত্রসহ ৩ ডাকাত আটক

সুন্দরবনের দুবলার চরে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা কার্তুজসহ কুখ্যাত দয়াল বাহিনীর ৩ জন ডাকাতকে আটক করেছে কোস্টগার্ড। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক।
তিনি বলেন, দীর্ঘদিন যাবৎ সুন্দরবনের দুবলার চর এলাকায় দয়াল বাহিনী নামক সক্রিয় ডাকাত দল অস্ত্র দেখিয়ে চাঁদাবাজি, অপহরণ, ভয়ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম পরিচালনা করে আসছিল। সোমবার সকাল আনুমানিক ৬টায় দুর্র্ধষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলার চরের নিরীহ জেলেদের ওপর আক্রমণ করলে দুঃসাহসী জেলেরা নিজেদের আত্মরক্ষার্থে ডাকাতদেরকে প্রতিহত করে এবং একই সঙ্গে দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করেন। ডাকাতদের সঙ্গে জেলেদের হাতাহাতির একপর্যায়ে জেলেরা ডাকাতদেরকে তাদের জাল দিয়ে ধরে ফেলতে সক্ষম হয়। তিনি বলেন, হাতাহাতির ফলে ডাকাতরা কিছুটা আহতও হয়। পরবর্তীতে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে। অভিযানে ১টি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড তাজা গোলাসহ দয়াল বাহিনীর ৩ জন সক্রিয় ডাকাতকে আটক করা হয়। আটককৃত ডাকাত দলের সদস্য মো. রহমত মোড়ল (২৬), মো. রবিউল মোল্লা (২৬) এবং মো. জাহাঙ্গীর শেখ (৫১)। ডাকাত সদস্য মো. রবিউল মোল্লার নিকট বাবু গাজী নামের একটি ভারতীয় আধার কার্ড পাওয়া যায়। লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক আরও বলেন, জব্দকৃত সকল আলামতসহ আটককৃত ডাকাতদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এদের বাড়ি যথাক্রমে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!