চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)’র অভিযানে হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তি হচ্ছে, সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের সুজনপাড়ার মোঃ দুরুল এর ছেলে মোঃ মনিরুল ইসলাম (২১)। ডিবি পুলিশের এক প্রেসনোটে জানানো হয়, চাঁপাইনবাবগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ রেজাউল করিম, বিপিএম-সেবা এর নির্দেশক্রমে এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ শাহিন আকন্দ এর তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার এসআই (নিরস্ত্র) মোঃ মোস্তাফিজুর রহমান ও এসআই (নিরস্ত্র) মোঃ মাহফুজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর মডেল থানাধীন শাহজানপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সুজন পাড়া গ্রামে একটি আমবাগানের সামনে পাকা রাস্তার অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মোঃ মনিরুল ইসলাম এর কাছ থেকে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।