জনস্বার্থ উপেক্ষা করে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নওগাঁয় বিক্ষোভ কর্মসূচির পর পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও কর্মসূচী পালন করেছেন জেলার বিক্ষুব্ধ বিদ্যুৎ গ্রাহকরা।
বুধবার বেলা ১২টার দিকে বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটির ব্যানারে শহরের তাজের মোড় থেকে একটি বিক্ষোভ বের করে কাঠালতলী এলাকায় নেসকোর প্রধান কার্যালয় ঘেরাও করে কিছুক্ষণ নওগাঁ-বগুড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এসময় অপ্রীতিকর ঘটনা এড়ানোসহ নিরাপত্তার স্বার্থে পুলিশ প্রধান ফটক বন্ধ রাখেন। এসময় বক্তব্য রাখেন, বিদ্যুৎ গ্রাহক স্বাথ রক্ষা কমটিরি আহবায়ক এস এম রশদিুল আলম সাজু, সদস্য সচবি আমনিুর রহমান রেজা, বাসদ নেতা জয়নাল আবেদীন মুকুলসহ অন্যান্যরা। বক্তারা বলেন, প্রিপেইড মিটার স্থাপনের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হচ্ছে। প্রিপেইড মিটার স্থাপনের মাধ্যমে প্রতিমাসে মিটার ভাড়া, ‘ভৌতিক’ বিদ্যুৎ বিল চরম ভোগান্তিতে পড়ছেন গ্রাহকরা। বিদ্যুৎ খাতে লুটপাটকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণসহ প্রিপেইড মিটার বন্ধের দাবি করা হয়। অন্যথায় অবিলম্বে বৃহত্তর আন্দোলনের হুশিযারি দেন তারা।