রানিং স্টাফদের কর্মবিরতির কারণে ট্রেন চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকালে রাজশাহী রেলওয়ে স্টেশনে বিক্ষুব্ধ যাত্রীরা ভাঙচুর চালায়। এ ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করেছে, মামলায় চুয়াডাঙ্গা থেকে সুমন আহমেদ (২৩) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান জানিয়েছেন, সুমন এই ভাঙচুরের ঘটনায় ‘মূল হোতা’ হিসেবে চিহ্নিত হয়েছেন। আরএমপির সাইবার ইউনিটের সহায়তায় সোমবার গভীর রাতে চুয়াডাঙ্গা থেকে তাকে গ্রেফতার করা হয়। রাজশাহী রেলওয়ে থানার ওসি ফয়সাল বিন আহসান সাংবাদিকদের জানান, স্টেশন মাস্টার শহিদুল আলম বাদী হয়ে মামলাটি করেছেন। গ্রেফতারকৃত সুমনকে আদালতে উপস্থাপন করা হয়েছে। সুমন আহমেদ চুয়াডাঙ্গার আলাইপুর এলাকার বাসিন্দা এবং আবদুল কুদ্দুসের ছেলে।