1. tohidulstar@gmail.com : sobuj ali : sobuj ali
  2. ronju@chapaidarpon.com : Md Ronju : Md Ronju
যারা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে-তাদের ছাড় দেয়া হবে না-তারেক রহমান - দৈনিক চাঁপাই দর্পণ
শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:০০ অপরাহ্ন

যারা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে-তাদের ছাড় দেয়া হবে না-তারেক রহমান

বিশেষ প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫
  • ৩৬ বার পঠিত

যারা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে-তাদের ছাড় দেয়া হবে না-তারেক রহমান

যারা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে, তাদের ছাড় দেয়া হবেনা, তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১দফা ও জনসম্পৃক্তি বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় তিনি বলেন,
খুলনার বিভাগীয় আলাদা আলাদা কর্মশালায় বিকেল সোয়া চারটায় সাতক্ষীরা বাগেরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যুক্ত হন বাগেরহাট কর্মশালায় তিনি এখান থেকেই তিনটি জেলার বিভিন্ন নেতৃবৃন্দের দিক নির্দেশনা মুলক বক্তব্য উপাস্থাপন করেন তিনি বলেন, যারা দলের ভাবমুর্তি ক্ষুন্ন করছে তাদের ছাড় দেয়া হবেনা, দল যদি এই মুহুর্তে ক্ষমতায় থাকতো তাহলে দল থেকে বহিস্কার শুধু নয় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিত। কর্মশালায় নেতা কর্মীর উদ্দেশ্যে আরও বলেন ৩১ দফা শুধু দলের মধ্যে সীমাবদ্ধ না রেখে এই ম্যাসেজ জেলা উপজেলা ইউনিয়ন থেকে গ্রাম পর্যন্ত ছোট ছোট কর্মসূচির মাধ্যমে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত এই রাষ্ট্র কাঠামো মেরামতের উদ্দেশ্য সফলতা জনগণের দ্বোরগোড়ায় পৌছে দিতে হবে। এই দেশে বাক স্বাধীনতা গনতন্ত্র পুনরুদ্ধার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তলাবিহীন ঝুড়ি থেকে দেশকে উচ্চাসনে অধিষ্ঠিত করেন।দেশ নেতৃ বেগম খালেদা জিয়া সংসদীয় গনতন্ত্র প্রবর্তন করেন তাই গনতন্ত্র বিপন্ন ও চাদাবাজ লুটতরাজদের বিএনপিতে কোনক্রমেই ঠাই হবেনা। খুলনা থেকে সৈয়দা নার্গিস আলি, বাগেরহাট থেকে মুজিবুর রহমান, সাতক্ষিরা থেকে মনিরুজ্জামান মন্টু সুন্দরবন উজাড়, টেকসই ভেড়িবাধ ও বাগেরহাটের সাদা সোনা বাগদা চিংড়ি মাছে ভাইরাস এর প্রশ্নত্তোর পর্বে খালকাটা, নদী খনন এবং তারেক রহমান প্রসংগত উল্লেখ করে বলেন, ফারাক্কা বাধের কারনে লবনাক্ত জল কৃষিতে মাছ চাষে এবং প্রাকৃতিক জলবায়ু পরিবর্তনে বিরুপ বিপর্যয় ডেকে আনছে। তাই তিনি বলেন জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে রাষ্ট্র কাঠামো মেরামতের মাধ্যমে জনগণের কল্যান সাধন করবে বিএনপি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার প্রশ্নত্তোর পর্ব শেষ হলে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিম, সাতক্ষীরা জেলা বিএনপির আহবায়ক হাবিবুল ইসলাম হাবিব ও খুলনা মহানগর বিএনপির আহবায়ক এডভোকেট শফিকুল ইসলাম মনা বক্তব্য রাখেন। মাগরিব নামাজ এর কথা চিন্তা করে প্রধান অতিথি তারেক রহমানবক্তব্য শেষ করেন এই কর্মশালায় অংশ গ্রহনকারীদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। সকাল ১০ টা থেকে শুরু করে দিনব্যাপী বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটি এম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে কর্মশালার আনুষ্ঠানিক উদ্ভোধন করেন বিএনপির ভারপ্রাপ্ত খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, প্রধান আলোচক হিসেবে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের উপর বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদী আমিন, তিনি অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন, মুদ্রাস্ফীতি ও দ্রবমুল্যের হ্রাস, সবার জন্য স্বাস্থ্য, কর্মসংস্থান, প্রাকৃতিক সম্পদ আহরণ, কৃষকের উতপাদন ও বিপনন সুরক্ষা, জলবায়ু পরিবর্তন জনিত সংকট ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা কি কি করনীয় এ সম্পর্কে বিশদভাবে বক্তৃতায় উল্লেখ করেন। কেন্দ্রীয় কমিটির সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন,বিএনপির সহ ত্রান বিষয়য়ক সম্পাদক মিসেস নেওয়াজ হালিমা,বিএনপির সহ স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোচ্ছামাত শাম্মী আকতার, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রওনাকুল ইসলাম শ্রাবন ও বাগেরহাট জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম বক্তব্য রাখেন। খুলনা সাতক্ষীরা বাগেরহাটে একই দিনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়াল কনফারেন্সে বক্তব্য রাখেন ও কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
Copyright All rights reserved © 2024 Chapaidarpon.com
Theme Customized BY Sobuj Ali
error: Content is protected !!