চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডা: বিধান চন্দ্র রায় পোদ্দারের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে প্রাথমিক শিক্ষকরা। বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। প্রায় অর্ধশতাধিক শিক্ষক মানববন্ধনে অংশ নেন। বক্তব্য রাখেন,
সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের উপজেলা সমন্বয়ক রুহুল আমিন শিহাব, সহকারী শিক্ষক হারুন-অর রশিদ, রুহূল আমিন,রাজিয়া সুলতানা,সালমা খাতুন প্রমুখ। মানববন্ধনে বক্তারা প্রাথমিক শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নসহ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার শিক্ষকদের নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।